আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-international monetary fund bangla documentary-Ultimate Bangla


YouTube https://youtu.be/JcAMBBC9GXw

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। 

তো চলুন বন্ধুরা আজকে আল্টিমেট বাংলার পর্বে আমরা জেনে নেই আইএমএফের বিস্তারিত কিছু তথ্য

আপনি যদি আল্টিমেট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন

 

প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে অর্থনৈতিক অবক্ষণ, অনিশ্চয়তা ও সংকটের সৃষ্টি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাকে আরও জটিল ও ভয়াবহ করে তুলল। যুদ্ধ পরবর্তী ইউরোপের অর্থনৈতিক চেহারা কেমন হবে, কীভাবে আর্থিক লেনদেনের মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন বিশ্ব, আন্তর্জাতিক অর্থনীতি কোন পথে চলবে, চালিকাশক্তিই বা কে হবে, এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আহব করলেন তৎকালীন মার্কিন বাণিজ্য সচিব হেনরি মর্গেনঘাট। সম্মেলন বসল ১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রেটন উডস-এর মাউন্ট ওয়াশিংটন হোটেলে। সারা বিশ্বের ৪৪টি দেশের ৭০০ জন প্রতিনিধি এই সম্মেলে যোগদান করলেন। এই সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালের ১ মার্চ থেকে এই সংস্থার কাজ শুরু হয়।

 

উদ্দেশ্য : যে সমস্ত লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় সেগুলি হলঃ

 

(১) আন্তর্জাতিক মুদ্রা তহবিলর অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 

(২) আন্তর্জাতিক  বাণিজ্যের প্রসার ঘটানো যাতে সদস্যরাষ্ট্রগুলির সর্বাধিক কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি ঘটে।

 (৩) সদস্যরাষ্ট্রগুলির মধ্যে স্থিতিশীল বিনিময় ব্যবস্থা গড়ে তোলা এবং বিনিময়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মুল্য হ্রাস করা।

(৪) সদস্যরাষ্ট্রগুলির উৎপাদনশীল সম্পদ বৃদ্ধি করা।

(৫) বিশ্ববাণিজ্যে বৈদেশিক বিনিময়ের ওপর থেকে বাধানিষেধ প্রত্যাহার

(৬) আন্তর্জাতিক ক্ষেত্রে লেনদেনের ভারসাম্যহীনতাকে হ্রাস করা। এই উদ্দেশ্য পুরণের জন্য আন্তর্জাি মুদ্রা তহবিল সদস্যরাষ্ট্রগুলিকে বৈদেশিক মুদ্রা ঋণ দেবে। 

(৭) সদস্যরাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে আদান-প্রদানের জন্য চলতি দ্বি-পাক্ষিক চুক্তির জায়গায় বহুপাক্ষিক ব্যবস্থা গঠন করা

 

(৮) ঋণ পরিশোধের ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলিকে সর্বতোভাবে সাহায্য করা : কারিগরি সাহায্য প্রদানের মাধ্যমে সদস্যরাষ্ট্রগুলির অর্থনৈতিক ব্যবস্থাপনার মানোন্নয়ন ঘটানো। 

(৯) অনুন্নত এবং উন্নয়নশীল সদস্যরাষ্ট্রগুলিতে পুঁজি বিনিয়োগ বৃদ্ধি করা যাতে তাদের কাঁচামালের সদ্ব্য ব্যবহার ঘটে এবং জীবনযাত্রার মান উন্নত হয়।

 

গঠন : পরিচালক পর্ষদ (Board of Governors), কার্যনির্বাহী পরিচালকমণ্ডলী (Board of Executive Directors), প্রধান পরিচালক (Managing Director) ও সচিবালয় (Secretarian)প্রধানত এই চারটি সংস্থা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত। 

পরিচালক পর্ষদঃ মহাপরিচালক ক্রিস্তালিনা জর্জিয়েভা অক্টোবর ১, ২০১৯ - বর্তমান

 

পরিচালক পর্ষদ গঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সকল সদস্যকে নিয়ে। এই পর্ষদ হল মুদ্রা তহবিল সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর হাতেই মুদ্রা তহবিল যাবতীয় কাজকর্ম সম্পাদনের দায়িত্ব ন্যস্ত থাকে। পরিচালক পর্ষদের বৈঠক বছরে একবার মাত্র অনুষ্ঠিত হয়। পরিচালক পর্ষদের সকল সদস্যের ভোটাধিকার সমান নয়। সদস্যরাষ্ট্রের দেয় চাঁদার পরিমাণের অনুপাতে ভোটের পরিমাণ স্থির হয়। অর্থাৎ যে সদস্যরাষ্ট্রের চাঁদার অঙ্ক বেশি, তার ভোট-সংখ্যাও অধিক। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি চাঁদা দেয় বলে এর ভোটসংখ্যাও সবচেয়ে বেশি।

 

。আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দৈনন্দিন কার্যাবলি পরিচালনার জন্য একটি কার্যনির্বাহী পারচালক মন্ডলী রয়েছে। এর সদস্যসংখ্যা ২২ জন। এই কার্যনির্বাহী পরিচালকমণ্ডলী পরিচালক পর্ষদ কর্তৃক নান্ত যারা কাজকর্ম সম্পাদন করে। প্রতি সপ্তাহে এই পরিচালকমণ্ডলীর বৈঠক বসে। সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসাবে নিযুক্ত করেন। তাঁর কাজ হল পরিচালকমণ্ডলীর সাধারণ কাজকর্ম পরিচালনা করা এবং কর্মচারীদের কাজকর্ম তত্ত্বাবধান করা।

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটি সচিবালয় আছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়ে এই সচিবালয় গঠিত। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল মন্ত্রী পর্যায়ের বিভিন্ন কমিটি ও গোষ্ঠী গঠন করার ব্যবস্থা আছে। বিশ্বের উন্নয়নশীল দেশে সম্পদ স্থানান্তরকরণের বিষয়ে পরামর্শ দানের জন্য ১৯৭৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাঙ্ক একযোগে একটি উন্নয়ন কমিটি' গঠন করে।

 

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। শুরতে এর সদস্যসংখ্যা ছিল ৫০। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৯-তে দাঁড়িয়েছে।

 

কার্যাবলি : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের  অন্যতম প্রধান কাজ হল সদস্যরাষ্ট্রগুলির বাণিজ্যের ক্ষেত্রে স্বল্পকালীন ভারসাম্যহীনতা দূর করা। আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার ও স্থিতিশীল বিনিময় ব্যবস্থা সৃষ্টির ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল উদ্যোগী হয়। এছাড়া এই সংস্থা বিশ্বের বাজারে বিভিন্ন মুদ্রার বিনিময় হারের মধ্যে স্থিতিশীলতা রক্ষা করে এবং প্রতিস্থিতামূলক হারে মূল্য হ্রাস প্রতিরোধ করে। সদ্স্য রাষ্ট্রগুলোর উৎপাদনশীল সম্পদের উন্নয়নএবং বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সাহায্য করে। আন্তর্জাতিক  মুদ্রা তহবিল একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। সেটি হল সদস্য রাষ্টগুলোকে  অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে পরামর্শ দেওয়া। অর্থভারের সঙ্গে জড়িত থাকেন বিশ্বের অনেক বড়ো মাপের অর্থনীতি বিশেষজ্ঞ।এদের  পরামর্শ সদস্য রাষ্ট্রগুলোর  অর্থনীতিতে স্থিতাবস্থা আনতে সাহায্য করে। 


No comments

Theme images by chuwy. Powered by Blogger.