বার্ষিক আয়ে ১০ শীর্ষ ফুটবলার || 10 HIGHEST PAID FOOTBALLERS IN THE WORLD@ultimatebangla


YouTube https://youtu.be/oSmV7S4eWMI

বার্ষিক আয়ে ১০ শীর্ষ ফুটবলার

মাঠের লড়াইয়ে কে সেরা বলা কঠিন। তবে যে কোনো পেশাজীবি মানুষের চেয়ে ফুটবলাররা অনেক বেশি অর্থ উপার্জন করে থাকে। তো চলুন বন্ধুরা ফোর্বস অবলম্বনে চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবলারের তালিকা নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে। আপনি যদি আল্টিমেট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন

তালিকার ১০ নাম্বারে আছে ডাভিড ডি হেয়া

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ ডলার বেতন নিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হয়েছেন ডাভিড ডি হেয়া। এখানেই শেষ নয়, ৩০ লাখ ডলারের এনডোর্সমেন্টও বাগিয়েছেন তিনি চলতি বছরে। সব মিলিয়ে তার বার্ষিক আয় দুই কোটি ৭০ লাখ ডলার।

তালিকার ৯ নাম্বারে আছে লেভানডোভস্কি

করোনার কারণে আয়োজকরা ২০২০ সালে 'বালোঁ দর'-এর আয়োজন বাতিল করে। নয়তো পুরস্কারটির সবচেয়ে বড় দাবিদার হতেন লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকার ৫৫টি গোল করেছেন গেল মৌসুমে। বায়ার্নে তার বেতন দুই কোটি ৪০ লাখ ডলার এনডোর্সমেন্ট মিলিয়ে মোট আয় দুই কোটি ৮০ লাখ ডলার।


তালিকার ০৮ নাম্বারে আছে গ্যারেথ বেল

লা লিগার সবশেষ ১১টির মধ্যে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গ্যারেথ বেল। কিন্তু ২০২০-২১ মৌসুমের জন্য বেতন নিচ্ছেন দুই কোটি ৩০ লাখ ডলারই। বিজ্ঞাপন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাবদ পাচ্ছেন আরো ৬০ লাখ ডলার৷

তালিকার ৭ নাম্বারে আছে গ্রিজমান

বার্সেলোনায় ২০১৯ সালে তার সূচনাটা ছিল হতাশাজনক। মাঝে পিএসজির সঙ্গে বদলির খবরও শোনা যাচ্ছিল। তবে সার্বিক আয়ে পারফর্ম্যান্সের খুব একটা প্রভাব পড়েনি। এই ফ্রেঞ্চ তারকার বার্ষিক আয় ৩ কোটি ৩০ লাখ ডলার। এর মধ্যে দুই কোটি আশি লাখ পান বেতন বাবদ। বাকিটা বিজ্ঞাপন থেকে পাওয়া।



তালিকার ৬ নাম্বারে আছে পল পগবা

ম্যানচেস্টার ইউনাইটেডে পগবার চুক্তি ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত। বার্ষিক বেতন দুই কোটি ৮০ লাখ ডলার। মাঠের বাইরে ২৭ বছর বয়সি তারকা তাল মিলিয়ে মেসি, সালাহদের সঙ্গে বিজ্ঞাপনও করে যাচ্ছেন। সব মিলিয়ে তার আয় তিন কোটি ৪০ লাখ ডলার বছরে


তালিকার ৫ নাম্বারে আছে মোহাম্মদ সালাহ

২০২০-২১ মৌসুমে লিভারপুলের হয়ে সূচনাটি হয়েছিল হ্যাটট্রিকে৷ ২৮ বছর বয়সি তারকা ভোডাফোনের সঙ্গে দীর্ঘমেয়াদী এক চুক্তিও করেছেন। বেতনে দুই কোটি ৪০ লাখ ডলারের বাইরে তার বাড়তি আয় এক কোটি ৩০ লাখ ডলার। মোট আয় ৩ কোটি ৭০ লাখ ডলার।

তালিকার ৪ নাম্বারে আছে কিলিয়ান এমবাপ্পে

ফরাসী লিগে পরপর দুই বছর শীর্ষ গোলদাতা হয়েছেন। তার ক্লাব পিএসজিও হয়েছে চ্যাম্পিয়ন। সব মিলিয়ে সেরা সময়টাই পার করছেন এই তরুণ। আয়েও লেগেছে তার হাওয়া। চার কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে তিনি আছেন চার নম্বরে। দুই কোটি ৮০ লাখ ডলার বেতন আর এক কোটি ৪০ লাখ ডলার আসে বিজ্ঞাপন থেকে

তালুকার ৩ নাম্বারে আছে নেইমার জুনিয়র

২৮ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকার বার্ষিক বেতন সাত কোটি ৮০ লাখ ডলার৷ বিজ্ঞাপনসহ অন্যান্য খাত থেকে আসে আরো এক কোটি আশি লাখ ডলার। সব মিলিয়ে নয় কোটি ষাট লাখ ডলার বার্ষিক আয় তার। প্যারিসে রাখতে ট্রান্সফার মানিসহ ব্রাজিলের এই তারকার পেছনে পিএসজির ব্যয় ৬০ কোটি ডলার।


তালিকার ২ নাম্বারে আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো

সামাজিক মাধ্যমে ৪৫ কোটি অনুসারী নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটের তকমা লেগে আছে সিআর সেভেন-এর গায়ে। নাইকি, ক্লিয়ার শ্যাম্পুর মতো কোম্পানিগুলো থেকে এ বছর তার পকেটে ঢুকছে চার কোটি ৭০ লাখ ডলার। বেতন সাত কোটি৷ সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াচ্ছে ১১ কোটি ৭০ লাখ ডলার বা ৯৯৩ কোটি টাকার বেশি। সম্প্রতি তিনি ইউরোপ থেকে সৌদি আরবের একটি ক্লাবে যোগ দিয়েছেন।

তালিকার ১ নাম্বারে আছে লিওনেল মেসি

১৬ বছরে বার্সাকে ৩৪টি ট্রফি এনে দিয়েছেন মেসি। বিদায়ের ঘোষণা দিয়েও এই তারকার পেছনে পিএসজির ব্যয়। এজন্য বেতন পাচ্ছেন নয় কোটি ২০ লাখ ডলার। সাথে বিজ্ঞাপনসহ বিভিন্ন চুক্তি থেকে অ্যাকাউন্টে যোগ হচ্ছে আরো তিন কোটি ৪০ লাখ ডলার। সব মিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের এ বছরের মোট আয় ১২ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৬৯৮ কোটি টাকা।

No comments

Theme images by chuwy. Powered by Blogger.