কাতার ফুটবল বিশ্বকাপের খুঁটিনাটি || FIFA World Cup Qatar 2022 || Football World Cup@Ultimate Bangla
YouTube https://youtu.be/CRIw-bpwsOk
কাতার ফুটবল বিশ্বকাপের খুঁটিনাটি
পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কাতার। কাতারের মাথাপিছু জিডিপি $১৪৫,৮৯৪ মার্কিন ডলার। মরুর বুকের এই ছোট্ট দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করতে যাচ্ছে 2022 ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের ২২তম আসর কাতার বিশ্বকাপের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে।
আপনি যদি আল্টিমেট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।
কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মুসলিম বিশ্বে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের পর থেকে আজ পর্যন্ত কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নাই। কাতার বিশ্বকাপ এশিয়া মহাদেশে দ্বিতীয় এবং মধ্যপ্রাচ্যে প্রথম অনুষ্ঠিত বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ম্যাসকট লায়িব,সাদা রঙের কাতারি পোশাক পরা এক তরুণের আদলে তৈরি করা হয়েছে লায়িবকে। তার সামনে বল ও তার পোশাকে কাতারি আঙ্গিকে নকশা।
এই বিশ্বকাপে হতে যাচ্ছে 32 দলের শেষ বিশ্বকাপ। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 টি দেশ নিয়ে। আজ পর্যন্ত যত স্বীত হয়েছে তার মধ্যে সবচেয়ে দামি বিশ্বকাপ হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য মোট খরচ করেছে 220 বিলিয়ন মার্কিন ডলার 2018 সালের রাশিয়া বিশ্বকাপে খরচ মাত্র 15 বিলিয়ন ডলার মার্কিন ডলার। শীতকালে প্রথম অনুষ্ঠিত বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের আগের সব আসরই অনুষ্ঠিত হয়েছিল জুন-জুলাইয়ে। নজিরবিহীনভাবে এবার সেটা পাল্টে গেছে। খেলা হতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। মূলত কাতারের তপ্ত জলবায়ুর কারণেই এবারের আসর শীত মৌসুমে সরিয়ে আনা হয়েছে।
কাতার বিশ্বকাপে ব্যবহার করা হবে অ্যাডিডাসের তৈরি বল ‘আল রিহলা’। বাংলায় যার অর্থ ‘ভ্রমণ’। চামড়ায় তৈরি বলটিতে আছে প্রযুক্তির ছোঁয়া। বলের নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের জন্য এর ভেতরে ৫০০ হার্জ আইএমইউ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
যে তথ্য ব্যবহার করে নিখুঁত সিদ্ধান্ত দিতে পারবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। বিশ্বকাপের ইতিহাসে প্রযুক্তিসম্পন্ন বল ব্যবহার করা হচ্ছে এবারই প্রথম।
প্রথম সেমি-অটো অফসাইড প্রযুক্তি
২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কাতারে অফসাইডের সিদ্ধান্ত হবে আরও নিখুঁত। চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কোনো খেলোয়াড় অফসাইড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ফিফা আরব কাপে সেমি-অটো অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তবে বিশ্বকাপ ফুটবলে এই প্রথম।
প্রথম নারী রেফারি
এবারই প্রথম ছেলেদের বিশ্বকাপে নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। ৬৪টি ম্যাচের জন্য মোট ৩৬ জন প্রধান রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে নারী আছেন তিনজন। ছেলেদের বিশ্বকাপে রেফারিং করতে যাওয়া এই রেফারিরা হচ্ছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।
এ তিনজনের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত।
প্রথম ‘অল গ্রিন’ যানবাহনব্যবস্থা
কার্বন-নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিল কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি। এ জন্য যাতায়াতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইলেকট্রিক বাসগুলো ৪৪টি মেট্রোলিংক এবং ৪৮টি পাবলিক ট্রান্সপোর্ট রুটে চালানো হবে। আয়োজক কর্তৃপক্ষের লক্ষ্য, বিশ্বকাপের মাধ্যমে চালু হওয়া পরিবেশবান্ধব যানবাহনব্যবস্থা কাতারের যাতায়াতব্যবস্থায় টেকসই হবে।
আপনি যদি আল্টিমেট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।
কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মুসলিম বিশ্বে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের পর থেকে আজ পর্যন্ত কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নাই। কাতার বিশ্বকাপ এশিয়া মহাদেশে দ্বিতীয় এবং মধ্যপ্রাচ্যে প্রথম অনুষ্ঠিত বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ম্যাসকট লায়িব,সাদা রঙের কাতারি পোশাক পরা এক তরুণের আদলে তৈরি করা হয়েছে লায়িবকে। তার সামনে বল ও তার পোশাকে কাতারি আঙ্গিকে নকশা।
এই বিশ্বকাপে হতে যাচ্ছে 32 দলের শেষ বিশ্বকাপ। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48 টি দেশ নিয়ে। আজ পর্যন্ত যত স্বীত হয়েছে তার মধ্যে সবচেয়ে দামি বিশ্বকাপ হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য মোট খরচ করেছে 220 বিলিয়ন মার্কিন ডলার 2018 সালের রাশিয়া বিশ্বকাপে খরচ মাত্র 15 বিলিয়ন ডলার মার্কিন ডলার। শীতকালে প্রথম অনুষ্ঠিত বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের আগের সব আসরই অনুষ্ঠিত হয়েছিল জুন-জুলাইয়ে। নজিরবিহীনভাবে এবার সেটা পাল্টে গেছে। খেলা হতে যাচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। মূলত কাতারের তপ্ত জলবায়ুর কারণেই এবারের আসর শীত মৌসুমে সরিয়ে আনা হয়েছে।
কাতার বিশ্বকাপে ব্যবহার করা হবে অ্যাডিডাসের তৈরি বল ‘আল রিহলা’। বাংলায় যার অর্থ ‘ভ্রমণ’। চামড়ায় তৈরি বলটিতে আছে প্রযুক্তির ছোঁয়া। বলের নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের জন্য এর ভেতরে ৫০০ হার্জ আইএমইউ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
যে তথ্য ব্যবহার করে নিখুঁত সিদ্ধান্ত দিতে পারবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। বিশ্বকাপের ইতিহাসে প্রযুক্তিসম্পন্ন বল ব্যবহার করা হচ্ছে এবারই প্রথম।
প্রথম সেমি-অটো অফসাইড প্রযুক্তি
২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। কাতারে অফসাইডের সিদ্ধান্ত হবে আরও নিখুঁত। চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কোনো খেলোয়াড় অফসাইড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ফিফা আরব কাপে সেমি-অটো অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। তবে বিশ্বকাপ ফুটবলে এই প্রথম।
প্রথম নারী রেফারি
এবারই প্রথম ছেলেদের বিশ্বকাপে নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। ৬৪টি ম্যাচের জন্য মোট ৩৬ জন প্রধান রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে নারী আছেন তিনজন। ছেলেদের বিশ্বকাপে রেফারিং করতে যাওয়া এই রেফারিরা হচ্ছেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ট ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা।
এ তিনজনের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নিউজা বেক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত।
প্রথম ‘অল গ্রিন’ যানবাহনব্যবস্থা
কার্বন-নিরপেক্ষ বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিল কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি। এ জন্য যাতায়াতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইলেকট্রিক বাসগুলো ৪৪টি মেট্রোলিংক এবং ৪৮টি পাবলিক ট্রান্সপোর্ট রুটে চালানো হবে। আয়োজক কর্তৃপক্ষের লক্ষ্য, বিশ্বকাপের মাধ্যমে চালু হওয়া পরিবেশবান্ধব যানবাহনব্যবস্থা কাতারের যাতায়াতব্যবস্থায় টেকসই হবে।
No comments