Russia's biggest loss in Ukraine war-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি-Ultimate Bangla
YouTube https://youtu.be/i2ouiUY6Ds0
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি।
হ্যালো বন্ধুরা রাশিয়ার ইউক্রেন অভিযানের ছয় মাস পরে এসে রাশিয়া কি অর্জন করতে পেরেছে তা এখনো স্পষ্ট নয়। বরং ইউক্রেন অভিযানে রাশিয়ার সেনারা যে সমস্ত ভূমি দখল করেছিল পশ্চিমাদের দেয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন পাল্টা অভিযানে বর্তমানে সেই সকল ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তো চলুন বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব ইউক্রেন অভিযানের রাশিয়ার চেয়ে বড় কিছু ক্ষয় ক্ষতি। আপনি যদি আলটিমেট বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
সুইফট থেকে রাশিয়াকে বাদ দেয়া
সুইফট ব্যবস্থাটি এক দেশ থেকে আরেক দেশের ব্যাংকে আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা হয়। তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, রাশিয়া যাতে যুদ্ধকালীন সময়ে অর্থভাণ্ডার ব্যবহার করতে না পারে, পশ্চিমা মিত্র দেশগুলো সে ব্যাপারেও কাজ করছে। সে জন্য রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক যাতে কোনো সম্পদ বিক্রি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকটির অন্যান্য আর্থিক লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুইফট থেকে রাশিয়াকে বাদ দিলে তা অবিলম্বে দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে এবং দীর্ঘমেয়াদে রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক লেনদেন থেকে বিচ্ছিন্ন করে দেবে। এর মধ্যে তেল এবং গ্যাস উৎপাদন থেকে আন্তর্জাতিক মুনাফাও অন্তর্ভুক্ত রয়েছে, যা রাশিয়ার রাজস্বের ৪০ শতাংশেরও বেশি।
গত এপ্রিল মাসে মস্কভা কৃষ্ণসাগরে রাশিয়ান নৌবহরের এক ফ্ল্যাগশীপ জাহাজ। ফ্ল্যাগশীপ জাহাজ হচ্ছে কোন নৌবহরের নেতৃত্বদানকারী জাহাজ যেটি অধিনায়ক ব্যবহার করেন।
নৌবহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশীপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী এবং শক্তিশালী হয়।
ক্রুজার মস্কভা ২০০০ সাল থেকে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, টেনে গন্তব্যে নেয়ার সময় জাহাজটি তার ভারসাম্য হারায়।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলছেন, তাদের বাহিনীর ছোঁড়া দুটি নেপচুন মিসাইল মস্কভার ওপর আঘাত হেনেছে।
তবে জাহাজটিতে হামলার ইউক্রেনীয় দাবি যদি ঠিক হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১২,৪৯০ টনের মস্কভাই হলো সবচেয়ে বড় রণতরী ডুবে যাওয়ার ঘটনা।
১২০০ কিলোমিটার দৈর্ঘ্যর নর্ড স্ট্রিম পাইপলাইন রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে জার্মানির উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছেছে। এই পাইপলাইন তৈরির কাজ শেষ হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করতো। গত সেপ্টেম্বর মাসে চারটি ভিন্ন স্থানে পাইপলাইন দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে এটি যে নিছক কোনো কারিগরি ত্রুটির কারণে হওয়া দুর্ঘটনা নয়– বরং ইচ্ছেকৃত নাশকতা তা স্পষ্ট। এখানে নর্ড স্ট্রিম পাইপলাইনের মালিকানা রয়েছে রাশিয়ার গ্যাপ্রমের। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস এ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।এতে ইউক্রেন ইস্যুতে জার্মানিকে চাপে রাখতো রাশিয়া। এখন সেটাও হাতছাড়া হতে যাচ্ছে।
ক্রিমিয়া সেতুতে হামলা( অক্টোবর)
সর্বোচ্চ নিরাপত্তা, অভিনব প্রতিরক্ষা ব্যবস্থা ও হামলার পর প্রতিশোধের ঝুঁকি থাকা সত্ত্বেও ইউরোপের দীর্ঘতম এই সেতুটির (১৯ কিলোমিটার) ট্রাক বোমা হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।রাশিয়ার গৌরব ও উন্নত প্রকৌশলবিদ্যার উজ্জ্বল নিদর্শন এই সেতুটি কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র ক্রিমিয়া নয় বরং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম আনা-নেওয়ার একমাত্র পথ।সরাসরি হামলার দায় স্বীকার না করলেও ইউক্রেন সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে থাকেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, এটি ইউক্রেনের 'সন্ত্রাসী হামলা'।
ইউক্রেনে রাশিয়ার ধীর গতি। ইউক্রেন অভিযানের প্রথমদিকে রাশিয়া চেয়ে দ্রুতগতিতে হামলা করে বর্তমান সময়ে সেই গতি অনেকটাই ধীর। বর্তমানে রাশিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। তাদের অনেক সামরিক অস্ত্র আমাদের বিরুদ্ধে তেমন কার্যক্রম চালাতে পারছেনা। ইউক্রেনের পাল্টা অভিযানের কারণে রাশিয়ার সেনারা অনেক এলাকা থেকেই পিছু হটেছে।এতো উন্নত মানের সামরিক অস্ত্র থাকার পরেও পশ্চীমা অস্ত্রের বিরুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর ভালোই বেগ পেতে হচ্ছে।
No comments