কাতার বিশ্বকাপে মেসির যত রেকর্ড || Messi World Cup Records in Qatar 2022-Argentina Win 3RD World Cup


YouTube https://youtu.be/yAuYYzPl1do

কাতার বিশ্বকাপে মেসির যত রেকর্ড-Messi world cup records-Lionel Messi broke no fewer than 10 FIFA World Cup records

২২তম কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল ২০ ০ শে নভেম্বর এবং শেষ হয় ১৮ ডিসেম্বর। এই বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার পর ৩য় শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
ফাইনালে পুরো সময় ৩-৩ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের কৃত্বত্যে ৪-২ গোলে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।
এই টুর্নামেন্টের
→ গোলডেন বুট জিতেন এমবাপ্পে
→ সেরা গোলকিপার আর্জেন্টাইন মার্টিনেজ
→ গোল্ডেন বল পুরস্কার মেসি
→সেরা উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার এনজো ফ্রার্নানান্দেজ

★ হেটট্রিক করেছেন ২টি পর্তুগালের রামোস ও ফাইনালে ফ্রান্সের এমবাপ্পে |

কাতার বিশ্বকাপটা অনেকটাই মেসিময় ছিল। নিজের সেরাটা দিয়ে খেলেছেন এই ফুটবল যাদুকর। আর ভাগ্যদেবীও দিয়েছেন দু’হাত ভরে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেই গড়েন সর্বোচ্চ ম্যাচ খেলার অনন্য রেকর্ড। টপকে যান কিংবদন্তি ফুটবলার পেলেকেও। মেসির গড়া সব রেকর্ড নিচে তুলে ধরা হলো:

কাতার বিশ্বকাপ দিয়ে পাঁচটি বিশ্বকাপ খেললেন মেসি। পাঁচ বিশ্বকাপে সব মিলিয়ে ২৬ ম্যাচ খেলার কীর্তি গড়লেন লিও। এর আগে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস ২৫ ম্যাচ খেলে ওই কীর্তির মালিক ছিলেন। মিরোস্লাভ ক্লোসা খেলেছেন ২৪ ম্যাচ।

বিশ্বকাপে ১৩ গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি। গোল ও সহায়তা মিলিয়ে ২১ গোলে অবদান তার। যা সবার চেয়ে বেশি। এর আগে রোনালদো ও ক্লোসার ১৯ গোলে সরাসরি অংশ ছিল।

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি গোল্ডেন বল জয়ের কীর্তি গড়েছেন মেসি। এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ওই পুরস্কার উঠেছিল তার হাতে। এবার কাতারেও আসরের দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল ও তিন গোলে সহায়তা দিয়ে গোল্ডেন বল জিতেছেন তিনি।

বিশ্বকাপে সর্বোচ্চ মিনিটিও খেলেছেন মেসি। ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি সর্বোচ্চ ২ হাজার ২১৭ মিনিট খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনিকে টপকে যান আর্জেন্টাইন অধিনায়ক।

স্বদেশি ম্যারাডোনা ও বাতিস্তুতাকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সবয়চেয়ে বেশি গোলের মালিক এখন লিওনেল মেসি। তাঁর গোল ১৩টি। বাতিস্তুতার ১০ গোল। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে দেশের জার্সি গায়ে মেসি খেললেন সবচায়ে বেশি ৯৭ ম্যাচ।

No comments

Theme images by chuwy. Powered by Blogger.